আমরা ভাষা শিক্ষার পাশাপাশি বাংলাকে ভালোবেসে এই পথচলা শুরু করেছি, আমাদের শিক্ষকরা বাঙালি সংস্কৃতি ও শিল্পচর্চার মাধ্যমে এই প্রজন্মকে সমৃদ্ধ করার কাজে নিয়োজিত রয়েছেন। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা শিশুদের জন্য ‘এশো বাংলা শিখি’এই উদ্যোগ বিদেশে অনেকেই প্রশংসিত হয়েছে। আশা করি শিক্ষার্থীদের বাংলা ভাষায় দক্ষ করে আমাদের শিক্ষকরা আগামী দিনে সফলতার যাত্রা চালিয়ে যাবে।
বাংলা পড়ার পরিচিতি!
িয়মিত বাক্য, প্রবাদ, হাদীছ, নীতিশাস্ত্র
বাংলা মজার গল্প পড়া।
বাংলা নৈতিক গল্প পড়া।
বাংলা কবিতা পড়া।
বাংলা ছোট গল্প পড়া।
বাংলা পত্রিকা পড়া।
বাংলাভাষী পরিচিতি!
উচ্চারণ
উপমা, রূপক ইত্যাদির যথাযথ ব্যবহার।
একের পর এক কথোপকথন।
গ্রুপ কথোপকথন.
বাংলা গল্প বলা।
বাংলা কবিতা আবৃত্তি।
বাংলা কবিতা আবৃত্তি।
অসামান্য বক্তৃতা।